Cashify your Customer Data with WhatsApp Marketing! {ডলার খরচ ছাড়াই আবারও সেল শুরু করুন!}

আমার ১০ বছরের বিজনেস অভিজ্ঞতা + ৫ বছরের WhatsApp Marketing এর অভিজ্ঞতার আলোকে আপনাকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি- আপনার বিজনেসে আপনি যদি কখনো WhatsApp Marketing না করে থাকেন, তাহলে আপনি কি পরিমাণ লস করেছেন সেটা এই ব্লগটি সম্পূর্ণ পড়লেই বুঝতে পারবেন ইংশাআল্লাহ!!!

গল্প-০১

শুরুতেই আপনাকে একটা বাস্তব গল্প বলি,

পৃথিবীর প্রত্যেকটি বিশ্বসেরা ব্র্যান্ড বা কোম্পানি, তারা প্রত্যেকেই তাদের Customer Data সঠিক ভাবে ইউজ করেই তারপরে তারা বিশ্বসেরা ব্র্যান্ড হিসেবে গড়ে উঠেছে।

এখন আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে- আপনি কি এই তথ্যটি আগে থেকেই জানেন বা জানলে কি সঠিক ভাবে Customer Data ইউজ করেন? যদি উত্তর হয়- নাআআআআআ। তাহলে আমি আপনাকে আবারও গ্যারান্টি সহকারে বলতে পারি—–আপনার বিজনেসের অবস্থা ভালো না ভাই! খুবই রিস্কের মধ্যে আছেন আপনি। যদিও আপনি সেটা বোঝেন আর না বোঝেন।

যেই সপ্ন নিয়ে আপনি বিজনেস শুরু করেছিলেন, যেই স্বপ্নের পেছনে জীবন-যৌবন সব একাকার করে হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন, তারপরও সেই স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। কখনোই পূরণ হবে না।

কারণ কি? এর কারণ হল- একটা বিজনেসের সবচেয়ে দামি সম্পদ বা এসেট হচ্ছে “Customer Data”। আমি এই কাস্টমার ডাটা কে নাম দিয়েছি “স্বর্ণের খনি”

জি ভাই, এই “স্বর্ণের খনি”ই বা কাস্টমার ডাটা-ই হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে মূল্যবান সম্পদ। একটা বিজনেসে অনেকগুলো দামি সম্পদ থাকে, যেগুলোর নাম হয়তো আপনি জানেন, কিন্তু জানেন না শুধু এই “স্বর্ণের খনি”র কথা।

আর তাই এই “স্বর্ণের খনি” বা গুপ্তধনের কথা আমরা জানিনা বলেই আমাদের বাংলাদেশের অনলাইন উদ্যোক্তাদের বেশীরভাগ বিজনেসের অবস্থা খুবই করুণ। সারাদিন প্লানিং করে, কাজ করে, আবার রাতের ঘুম নষ্ট করে টেনশনও করে, কিন্তু মাস শেষে ফলাফল শূন্য! সকল হিসাব কিতাব করার পরে দেখে প্রফিট হয়নি। বরং সমান সমান বা কিছু লস হয়েছে- এভাবেই অসংখ্য উদ্যোক্তা হারিয়ে যায়। যার খবর আমরা কেউ রাখিনা।

গল্প-০২

কিন্তু আমার গল্প ভিন্ন! আমি এই “স্বর্ণের খনি”র কথা আগেই জানতাম। এর গুরুত্ব বুঝতাম। তাই একদম শুরু থেকেই Customer Data সংরক্ষন করতাম। নতুন গ্রাহক অর্ডার করলেই তাদের নাম-নাম্বর গুলো ফোনে সেভ রাখতাম, পরে এক্সেল ফাইলে সাজিয়ে সেভ রাখতাম।

তারপরে শুরু হতো আমার “স্বর্ণের খনি” থেকে স্বর্ণ উত্তোলনের কর্মযজ্ঞ অর্থাৎ Customer Data কে সঠিক ভাবে ইউজ করে পুনরায় তাদের কাছ থেকে আবারও অর্ডার নেওয়া এবং একজন নতুন গ্রাহক কে পার্মানেন্ট গ্রাহকে পরিণত করা।

এতেকরে আমার বিভিন্ন খরচ কমে যেত, পজেটিভ কাস্টমারের সংখ্যা বেড়ে যেত এবং মাস শেষে প্রফিট বেশি থাকতো। আলহামদুলিল্লাহ।

কিন্তু কিন্তু কিন্তু, এটা করার আগে অবশ্যই আমাকে নিশ্চিত করতে হয়েছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ও বেস্ট কাস্টমার সার্ভিস। এটা বাদেই কখনোই সম্ভব না।

Cashify your Customer Data with WhatsApp Marketing!

কাস্টমার একবার কিনে হারিয়ে যাচ্ছে?
তারা ভুলে গেছে আপনাকে, আর ফিরে আসছে না…
📲 WhatsApp Marketing এর মাধ্যমে মেসেজ দিন পুরোনো কাস্টমারদের ইনবক্সে —
ডলার খরচ ছাড়াই আবারও সেল শুরু করুন!

WhatsApp Marketing কী?

WhatsApp Marketing হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। এই WhatsApp Marketing করার জন্য একটি টুল এর প্রয়োজন হয়, যাকে বলা হয় WhatsApp Marketing Tool.

সেই টুল ব্যাবহার করে আমদের কাস্টমারের কাছে, এক ক্লিকে হাজার হাজার WhatsApp Number এ মেসেজ পাঠিয়ে আমরা আমদের কাস্টমারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং একই সাথে বিক্রয় বাড়াতে পারি।

WhatsApp মার্কেটিং করার জন্য আপনার ৫ টি জিনিস থাকা বাধ্যতামূলক

  1. Laptop / Computer.
  2. নিজস্ব Customer Data in Excel Sheets (Customer Name & Number).
  3. বৈধ এবং মানুষের জন্য উপকারী প্রোডাক্ট বা সার্ভিস + হালাল মার্কেটিং।
  4. ধৈর্য সহকারে আমার গাইডলাইন সঠিকভাবে মেনে চলার পজেটিভ মানসিকতা। অন্তত প্রথম ৫ টি ক্যাম্পেইন সরাসরি আমার তত্ত্বাবধায়নে থেকে রান করা।
    (হোয়াটসঅ্যাপ মার্কেটিং থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য কমপক্ষে ১৫ দিন সময় লাগতে পারে।)
  5. WhatsApp Marketing এর জন্য একটি টুল এর প্রয়োজন হয়, যার সাবস্ক্রিপশন ফি প্রতিমাসে সর্বনিম্ন — টাকা।

Note: উপরে উল্লেখিত ৫ টি বিষয় সব কিছু ঠিকঠাক থাকলে, তবেই আপনি WhatsApp মার্কেটিং শুরু করতে পারবেন।

আপনার বিজনেসের জন্য WhatsApp Marketing কেন গুরুত্বপূর্ণ?

  • হাজার হাজার কাস্টমারের কাছে সহজে পৌঁছানো যায়।
  • WhatsApp মেসেজের ওপেন এবং রেসপন্স রেট অন্যান্য মাধ্যমের তুলনায় বেশি।
  • তাত্ক্ষণিক গ্রাহক সেবা প্রদান করা যায়।
  • অন্যান্য প্রচলিত মার্কেটিং প্ল্যাটফর্ম এর তুলনায় কম খরচে Effective Marketing করা যায়। ফলে প্রফিট বেশি পাওয়া যায়।

WhatsApp Marketing থেকে আপনি প্রধানত ৩ টি সুবিধা পাবেন

  1. বিক্রয় বৃদ্ধি: সঠিক নিয়মে প্রাসঙ্গিক প্রমোশনাল মেসেজ পাঠিয়ে আপনার বিক্রয় বাড়াতে পারবেন।
  2. ব্র্যান্ড অ্যাওয়ারনেস: ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি করতে পারবেন। ফলে একই কাস্টমারের কাছে বার বার প্রোডাক্ট / সার্ভিস সেল করতে পারবেন।
  3. কাস্টমার এনগেজমেন্ট: সঠিক প্ল্যানিং অনুযায়ি নিয়মিত যোগাযোগ রেখে কাস্টমার এনগেজমেন্ট বাড়াতে পারবেন।

Video Tutorial: comming soon…..

Note: উপরের Tutorial গুলো সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে এবং বুঝতে হবে। 1 Second ও Skip করার সুযোগ নেই। তারপরে সঠিকভাবে প্লানিং করে আপনার WhatsApp Marketing শুরু করতে পারবেন ইংশাআল্লাহ।
সম্পূর্ণ ভিডিও না দেখে তাড়াহুড়া করে ভুলভাবে মার্কেটিং শুরু করে দিলে আপনার WhatsApp Account Ban/Block হয়ে যেতে পারে এবং সেল নাও পেতে পারেন।

প্রতিদিন কয়টা নাম্বারে মেসেজ সেন্ড করা যাবে?

আপনার WhatsApp Account / Number এর কোয়ালিটির উপর নির্ভর করে ১০০-১০০০ নাম্বারে মেসেজ সেন্ড করতে পারবেন প্রতিদিন ইংশাআল্লাহ।

Our Happy Customers

Contact Me

WhatsApp
FB Group

WhatsApp Marketing Plan & Price

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top